ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশে সম্প্রতি স্কুটার নিয়ে চলে যেতে দেখা গেছে একটি ষাঁড়কে! এ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!
ভূপি পনওয়ার নামক একটি এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘মানুষকে স্কুটার চুরি করতে অনেকবার দেখা গেছে। কিন্তু, ঋষিকেশে স্কুটার চুরির ঘটনাটি একটু আলাদা। এখানে রাস্তায় ঘুরে বেড়ানো ষাঁড়ও বাইক-স্কুটার পছন্দ করে।’
৩২ সেকেন্ডের ওই ভিডিওতে ঋষিকেশের একটি গলি দেখানো হয়েছে। সেই গলি দিয়ে ওই সময় কিছু লোকজনকেও যাতায়াত করতে দেখা যায়। রাস্তায় একটি ষাঁড়ও আসে। ঠিক পাশেই একটি সাদা রঙের স্কুটার রাখা ছিল। লোকজন দূরে চলে যাওয়ার পরই ষাঁড়টি কী ভাবল কে জানে! সে প্রথমে স্কুটারটিকে জোরে ধাক্কা দিলো এবং তার ওপর চেপে বসে এগিয়ে গেল!
আরও পড়ুন: ভারতজুড়ে ‘যুদ্ধের প্রস্তুতি’, রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ
সিসিটিভি ফুটেজে পরে দেখা যায়, ষাঁড়টি ধীরে ধীরে স্কুটিটি ঠেলে একটি খুঁটির কাছে নিয়ে গেল। এরপর কয়েক সেকেন্ড ধরে ষাঁড়টি সেখানেই দাঁড়িয়ে থাকে!
এখন এই ভিডিও নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>