হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عُرِضَتْ عَلَيّ أَعْمَالُ أُمّتِي حَسَنُهَا سَيِّئُهَا، فَوَجَدْتُ فِي مَحَاسِنِ أَعْمَالِهَا الْأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ، وَوَجَدْتُ فِي مَسَاوِي أَعْمَالِهَا النُّخَاعَةَ تَكُونُ فِي الْمَسْجِدِ، لَا تُدْفَنُ
অর্থ: আমার উম্মতের ভালো ও মন্দ আমলসমূহ আমার কাছে পেশ করা হল। আমি তাদের নেক আমলসমূহের মধ্যে দেখতে পেলাম- পথের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর মন্দ আমলসমূহের মধ্যে দেখতে পেলাম- মসজিদে ফেলা কফ মাটি দিয়ে ঢেকে না রাখা। (মুসলিম, হাদিস: ৫৫৩; আল-আদাবুল মুফরাদ, হাদিস: ২৩০)
আরও পড়ুন: নফল নামাজের সিজদায় দোয়া করা যাবে?
পথের কষ্ট দূর করার মতো ছোট্ট এ আমলটি একদিকে যেমন সমাজের শৃঙ্খলা ও পথের নিরাপত্তায় সহযোগিতা করে, তেমনি নিজের জন্যও একাধারে আল্লাহর সন্তুষ্টি, সওয়াব, আত্মশুদ্ধি ও পরোপকারের সওয়াবসহ বহুমাত্রিক কল্যাণ বয়ে আনে। এজন্যই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বারজা (রা.)-কে এর জন্য বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তিনি যখন বলেছেন,
يَا نَبِيّ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ
আমি উপকৃত হব, এমন কোনো কাজ আমাকে বলে দিন!
আরও পড়ুন: ব্যঙ্গ-বিদ্রুপ করার পরিণতি নিয়ে ইসলাম কী বলে?
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
اعْزِلِ الْأَذَى، عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ
মুসলমানদের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও! (মুসলিম, হাদিস: ২৬১৮; মুসনাদে আহমাদ, হাদিস: ১৯৭৯১)
]]>