রাষ্ট্রের স্বীকৃতি দিতে সুইজারল্যান্ড এবং জাপানকে আহ্বান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর

৩ দিন আগে
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সুইজারল্যান্ড এবং জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। ব্রাসেলসে উভয় দেশের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। 

 

ওয়াফা বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা  জানায়, ব্রাসেলসে প্যালেস্টাইন ডোনার গ্রুপ (পিডিজি) বৈঠকের ফাঁকে, প্রধানমন্ত্রী মুস্তাফা সুইস স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রে ফাসেল এবং জাপানের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী এরি আরফিয়ার সাথে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকে এ আহ্বান জানান তিনি। 

 

আরও পড়ুন:যুদ্ধে চড়া মূল্য দিচ্ছে শিশুরা: সেভ দ্য চিলড্রেন

 

তিনি বৈঠকে তার সরকারের সংস্কার পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন এবং গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য একটি আরব প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

 

মুস্তাফা উভয় দেশকে এ পর্যন্ত তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একই সাথে গাজা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে সুইজারল্যান্ডকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানান এবং আটকে রাখা ফিলিস্তিনি তহবিল ছাড়তে ইসরাইলকে রাজি করাতে জাপানকে সাহায্য করারও আহ্বান জানান।

 

আরও পড়ুন:১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিলো তুরস্ক


সেপ্টেম্বরে, কানাডা এবং যুক্তরাজ্যসহ অনেক দেশ আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়।

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন