‘রাষ্ট্রবিরোধী কন্টেন্ট’ ছড়ানোর অভিযোগে ২৭টি ইউটিউব চ্যানেল ব্লক

২ সপ্তাহ আগে
রাষ্ট্রবিরোধী কনটেন্ট শেয়ার করার অভিযোগে ২৭টি বিখ্যাত ইউটিউব চ্যানেল ব্লক করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদের একটি স্থানীয় আদালত। মঙ্গলবার( ৮ জুলাই) এই নির্দেশ দেয়া হয়।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অনুরোধে ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহ এই আদেশ জারি করেছেন।


আদালতের আদেশ অনুসারে, এফআইএ-এর সাইবার ক্রাইম উইং ২ জুন, ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

 

আরও পড়ুন:করাচিতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬, অনেকের চাপা পড়ার আশঙ্কা

 

তদন্ত চলাকালীন, সংস্থাটি ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন লঙ্ঘন করে কনটেন্ট আপলোড এবং ছড়িয়ে দেয়ার সাথে জড়িত  একাধিক ইউটিউব চ্যানেল শনাক্ত করে।


এরপর আদালত উল্লেখ করে, তদন্ত কর্মকর্তার ব্যাখ্যা করা তথ্য এবং উপস্থাপিত প্রমাণের আলোকে, এই আদালত নিশ্চিত যে, বিষয়টি ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন এবং পাকিস্তানের দণ্ড আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।


আদালত বলেন, তারা এফআইএর জমা দেয়া প্রমাণে সন্তুষ্ট এবং আইন অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছেন।

 

এদিকে, লিখিত আদেশ অনুসারে, গুগল এলএলসি (ইউটিউব)-এর নিরাপত্তা বিভাগের প্রধান বা অফিসার ইনচার্জ অথবা রেকর্ডের তত্ত্বাবধায়ককে ২৭টি চিহ্নিত ইউটিউব চ্যানেল ব্লক বা অ্যাক্সেস অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন:গুপ্তচর সন্দেহে লাখো আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান

 

ফৌজদারি কার্যবিধির ৯৪ ধারার অধীনে দায়ের করা এফআইএ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়। 
 


 

]]>
সম্পূর্ণ পড়ুন