গ্রেফতাররা হচ্ছেন: চান্দ্রা ইউনিয়ন পরিষদের ১ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাজা আহমদ পাটোয়ারী (৬৫), ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আহমদ (৬০), একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম (৬৯)।
আরও পড়ুন: 'আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান'
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাশেদুল হক চৌধুরী জানান, চলতি বছরের গত ১৫ আগস্ট রাষ্ট্রদ্রোহী উস্কানিমূলক কর্মকাণ্ড এবং নাশতার অভিযোগ থাকায় তাদের গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার গ্রেফতার
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, যেকোনো অপরাধ নির্মূলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকায় থাকবে। একইসঙ্গে জনমনে স্বস্তি ফেরাতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে পুলিশ।
এ দিকে, জননিরাপত্তা বিঘ্ন ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় গ্রেফতার হওয়া আসামিদের পুলিশি নিরাপত্তায় জেলহাজতে পাঠানো হয়েছে।
]]>