রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না: প্রধান উপদেষ্টা

২ সপ্তাহ আগে
রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবে হাত ছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা মানের হোটেলে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেয়া যাবে না।

 

তিনি আরও বলেন, জুলাই শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে ঐকমত্যে আসেনি বিএনপিসহ ৩ দল: আলী রীয়াজ

 

তার মতে, বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ, নিশ্চিত হবে স্বাধীনতা ও জবাবদিহিতা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন