প্রতিবেদন মতে, শুক্রবার (১৫ আগস্ট) মস্কোর ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পূর্বে রিয়াজানে একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কারখানাটিতে কী উৎপাদন হতো তা স্পষ্ট নয়।
শনিবার (১৬ আগস্ট) রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা এখনও বিস্ফোরণস্থলে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় তুরস্কের শোক
রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে আগুন লাগার ফলে এই বিস্ফোরল ঘটে। তবে অগ্নিকাণ্ডের কোনো কারণ জানানো হয়নি। কিছু স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বারুদে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে।
সম্প্রতি ইউক্রেন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ফলে ড্রোন হামলার ফলেও এমন বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
]]>