রাশিয়ার হামলায় মার্কিন নাগরিকসহ নিহত বেড়ে ২৮

২ সপ্তাহ আগে
ইউক্রেনের কিয়েভে রুশ হামলায় এক মার্কিন নাগরিকসহ এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন।

রাশিয়ার এ হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। গেল মঙ্গলবার (১৭ জুন) ভোরে রাশিয়া ওই হামলা চালায়।

 

মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক বার্তায় বলেন, কিয়েভে রাশিয়ার হামলার সময় আহতদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা যে বাড়িতে ছিলেন, তার বিপরীতে একটি বাড়িতে ৬২ বছর বয়সী এক মার্কিন নাগরিক রুশ বিমান হামলায় নিহত হন। 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভে হামলায় ব্যবহার করা হয়েছে চার শতাধিক ড্রোন ও অন্তত ৩২টি ক্ষেপণাস্ত্র।

 

আরও পড়ুন: ইরানে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

 

তবে মস্কো বলছে, হামলার লক্ষ্য ছিল সামরিক কারখানা। স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী। 

 

এদিকে কিয়েভকে জার্মানির ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, এতে জার্মানি হবে সরাসরি যুদ্ধপক্ষ। 

 

অন্যদিকে, ন্যাটো সম্মেলনে অংশ নিতে আগাম প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি।

]]>
সম্পূর্ণ পড়ুন