রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলোর উপর আরও শুল্ক বাড়াতে হবে: ট্রাম্প প্রশাসন

৩ সপ্তাহ আগে
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মনে করেন রাশিয়া এবং রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলোর উপর আরও শুল্ক আরোপ করা প্রয়োজন। যার মধ্যে ভারতও উল্লেখযোগ্য। রোববার (৭ সেপ্টেম্বর) এনবিসির সাথে এক সাক্ষাৎকারে বেসেন্ট এসব কথা বলেন।

তিনি যুক্তি দিয়েছিলেন যে, কেবল এই ধরনের পদক্ষেপই  রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে এবং ইউক্রেনের সাথে শান্তি আলোচনা করবে।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান তেল কেনে এমন দেশ প্রসঙ্গে বেসেন্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে মার্কিন শুল্কের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ভারত।

 

আরও পড়ুন:ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে, দাবি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর

 

যদিও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পারস্পরিক কৃতজ্ঞতা এবং বন্ধুত্বের কথা তুলে ধরেছেন।


বেসেন্ট সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এখন এমন এক প্রতিযোগিতায় আছি যেখানে দেখার বিষয়, ইউক্রেনের সামরিক বাহিনী কতদিন টিকতে পারবে অথবা রাশিয়ার অর্থনীতি কতদিন টিকতে পারবে? আর যদি যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার তেল কেনার দেশগুলোর উপর আরও নিষেধাজ্ঞা, আরও শুল্ক আরোপ করতে পারে, তাহলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে এবং এটি প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে নিয়ে আসবে।’

 

বেসেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, আমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) রাশিয়ার উপর চাপ বাড়াতে প্রস্তুত, তবে বিষয়টি নির্ভর করছে ইউরোপে আমাদের অংশীদাররা কী করে তার ওপর।

 

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উভয়ের কাছ থেকে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে। তবে ভারত, চীন এবং অন্যত্র রাশিয়ান তেল ও গ্যাসের জন্য গ্রাহক খুঁজে পেয়েছে।

 

আরও পড়ুন:ট্রাম্পের সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
 

এর আগে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে মার্কিন শুল্ক ৫০ শতাংশ করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলে। 

]]>
সম্পূর্ণ পড়ুন