স্থানীয় সময় বুধবার (০১ অক্টেবার) কোপেনহেগেনে ইইউ নেতাদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভন ডার লিয়েন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া আমাদের দৃঢ় সংকল্প পরীক্ষা করছে। তাই এই সময়ে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের মধ্যে জরুরি পরিস্থিতি বোঝা এবং ঐক্যের সাধারণ বোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে তিনি জানান, তারা ইউক্রেনে ৪ বিলিয়ন ইউরো (৪.৬ বিলিয়ন ডলার) বিতরণ করছে, যার মধ্যে ২ বিলিয়ন ইউরো ড্রোনে বিনিয়োগ করা হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন আছে। রাশিয়ার ওপর আরও চাপ বাড়াতে হবে।’
আরও পড়ুন: ইউক্রেনকে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র দিতে পারে যুক্তরাষ্ট্র, পুতিনের হুঁশিয়ারি
পোল্যান্ড, রোমানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, নরওয়ে এবং ডেনমার্কসহ একাধিক ইইউ রাষ্ট্র সম্প্রতি তাদের আকাশসীমা লঙ্ঘন বা ব্যাঘাতের খবর দিয়েছে (ড্রোনের মাধ্যমে), যার মধ্যে কয়েকটি ‘রাশিয়ান বংশোদ্ভূত’ বলে দাবি করা হয়েছে।
তবে রাশিয়া অস্বীকার করেছে যে ড্রোনগুলো তাদের ছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
]]>