সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পুতিনের বৈঠক হয়।
এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছিল, তবে বিশেষ জোর দেয়া হয়েছিল প্রতিরক্ষার উপর।
আরও পড়ুন:মস্কোয় গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল নিহত
সানা অনুসারে, পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ, গবেষণা ও উন্নয়নে দক্ষতা এবং সহযোগিতা হস্তান্তর।
সানা আরও জানিয়েছে, বৈঠক চলাকালীন, উভয় পক্ষই সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে এমনভাবে এগিয়ে নেয়ার উপায়গুলো পর্যালোচনা করেছে যা সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা জোরদার করে এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলে।
সংবাদ সংস্থার মতে, উভয় পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফোরামে দামেস্ক এবং মস্কোর মধ্যে অব্যাহত রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয়ের গুরুত্ব।
অর্থনৈতিক ক্ষেত্রে, আলোচনায় সিরিয়া-রাশিয়ান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে পুনর্গঠন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং সিরিয়ায় বিনিয়োগ।
এদিকে, পুতিন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, একই সাথে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরাইলি লঙ্ঘনের মস্কোর নিন্দা পুনর্ব্যক্ত করেছেন। এগুলোকে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসাবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন:সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের ভয়াবহ সংঘর্ষ, বহু হতাহত
গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক এবং দামেস্কে মস্কোর সাবেক মিত্র বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে প্রথমবারের মতো মস্কো সফর করলেন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কর্মকর্তারা।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·