রাশিয়া-বেলারুশের যৌথ মহড়ার জবাবে ন্যাটোর শক্তি প্রদর্শন

৩ সপ্তাহ আগে
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার জবাবে শক্তি দেখালো মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মিত্র দেশগুলোকে নিয়ে পোল্যান্ডে ‘আয়রন গেট’ নামের মহড়া চালিয়েছে ন্যাটো সেনারা। দাবি করা হচ্ছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা।

এদিকে ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভের দাবি, চলতি মাসে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ড্রোন ও প্রায় দুইশ’ রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

চলতি সপ্তাহে রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালায়। জাপাদ-২০২৫ নামে ওই মহড়ায় অংশ নেয় ভারত, ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালির মতো বেশ কয়েকটি মিত্র দেশ।

 

এই মহড়ার জবাবে শক্তি প্রদর্শন করে ন্যাটো। বুধবার (১৭ সেপ্টেম্বর) পোল্যান্ডে ‘আয়রন গেট’ নামে সামরিক মহড়া চালানো হয়। আয়রন গেট মহড়ায় পোল্যান্ডের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনারাও অংশগ্রহণ করে। ৩০ হাজার সেনার পাশাপাশি অত্যাধুনিক সব ট্যাংক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিয়ে এই মহড়া করা হয়।

 

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

 

পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। মহড়াটি আয়রন ডিফেন্ডার নামের সিরিজ মহড়ার অংশ হিসেবে আয়োজিত হয়েছে।

 

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেনজুড়ে হামলার মাত্রা দিন দিন বাড়িয়ে চলেছে রাশিয়া। জাপোরিজঝিয়া, মাইকোলাইভ ও সুমি অঞ্চলে পুতিন বাহিনীর হামলা অব্যাহত আছে। বুধবার তাদের আক্রমণে কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়। কিয়েভের দাবি চলতি মাসে এ পর্যন্ত সাড়ে তিন হাজার ড্রোন ও প্রায় দুইশো রকেট হামলা চালিয়েছে রাশিয়া।

 

পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে জেলেনস্কি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল পাইপলাইন প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, বাড়তে থাকা হামলার কারণে উৎপাদন কমাতে হতে পারে।

 

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব ইইউর

 

এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ৫০ লাখ ডলারের দুটি প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হিমার্স রকেট অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

তিনি আরও নিশ্চিত করেন, ন্যাটো নেতৃত্বাধীন সমন্বিত তহবিলের মাধ্যমে এরইমধ্যে ২ বিলিয়ন ডলার অর্থায়ন করা হয়েছে। অক্টোবরের মধ্যে এই তহবিল ৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করা হচ্ছে। এই অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা আছে কিয়েভের।

]]>
সম্পূর্ণ পড়ুন