রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, মস্কোর নতুন হুঁশিয়ারি

৩ দিন আগে
ইউক্রেন যুদ্ধে হামলা পাল্টা হামলা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া অঞ্চলে ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে একথা জানান তিনি। 

 

সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

 

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খারকিভের সিনেলনিকোভে এলাকাও দখলের দাবি করেছে দেশটি। 

 

আরও পড়ুন: হাইপারসনিক মিসাইল সজ্জিত যুদ্ধবিমান হাইজ্যাকের চক্রান্ত নস্যাতের দাবি রাশিয়ার

 

আগে হোক অথবা পরে, একসময় কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত বেশি দেরি হবে, কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে মস্কো। ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও দেশটির দাবি রাশিয়ার যুদ্ধ শেষ করার শর্তগুলো আত্মসমর্পণের সমান, যা ইউক্রেনের পক্ষে মেনে নেয়া অসম্ভব। 

 

যদিও রাশিয়া এখনো শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

 

এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনে সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেয়ার বিষয়টি উঠে আসে। 

 

কিয়েভকে সহায়তায় এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোসে। যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশন।

]]>
সম্পূর্ণ পড়ুন