যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি। বিজয়ী হওয়ার পর ইস্যুটি নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি ট্রাম্প। তবে তার উপদেষ্টারা প্রকাশ্যে ও গোপনে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টামণ্ডলী। সেই প্রস্তাব অনুসারে, ইউক্রেনের ভেতরে রাশিয়ার দখলকৃত অঞ্চলের ওপর থেকে দাবি ছাড়তে হবে কিয়েভকে। ওই এলাকার ওপর সম্পূর্ণ অধিকার থাকবে মস্কোর। এ পরিকল্পনায় কিয়েভ যদি আলোচনায় বসতে সম্মত না হয়, তাহলে দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়া হবে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনে ইউক্রেনের তোড়জোড়
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না বসতে চাইলে কিয়েভে সহায়তা বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টারা।
পরিকল্পনা অনুযায়ী, সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে পারবে না ইউক্রেন। যদিও ন্যাটো সদস্যপদ নিয়ে আগ্রহী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে, তিনি যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত। অন্যদিকে, পুতিন সমঝোতায় রাজি থাকলেও কিয়েভকে ভূখণ্ড ফেরত দিতে নারাজ। একইসঙ্গে, যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত রুশ সেনারা।
আরও পড়ুন: যুদ্ধে হারার শঙ্কায় জেলেনস্কি, আরও অস্ত্র দিচ্ছে পশ্চিমারা
ট্রাম্পের উপদেষ্টারা সংঘাত বন্ধে পরিকল্পনা তুলে ধরলেও মার্কিন বিশ্লেষক এবং দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে তা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না।
]]>