রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৩

৩ সপ্তাহ আগে
রাশিয়ায় খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ভোরে পূর্ব প্রজাতন্ত্রের সাখায় (ইয়াকুটিয়া) এ ঘটনা ঘটে।

আঞ্চলিক কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় ভোর ৩:২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি রাস্তা থেকে উল্টে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায়।


স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাদা ভরা একটি জলাশয়ের পাশে উল্টে আছে।

 

আরও পড়ুন:ইউক্রেনে রাতভর হামলা, চার শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া

 

কয়লা উত্তোলন এবং উৎপাদনে বিশেষজ্ঞ ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের দিকে যাওয়ার একটি শিল্প সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।

 

এদিকে, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।


এ ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল মঙ্গলবার এই অঞ্চলে শোক দিবস ঘোষণা করেছে কর্তৃপক্ষ ।

 

আরও পড়ুন:ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল

]]>
সম্পূর্ণ পড়ুন