প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়ার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী মোদি দ্রুত শান্তি ফেরানোর লক্ষ্যে ভারতের সমর্থনের কথাও তুলে ধরেন এবং এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:ইউক্রেনের সাবেক সংসদীয় স্পিকারকে গুলি করে হত্যা
এ সময় নেতারা ভারত-ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
দুই নেতার মধ্যে এই কথোপকথন এমন এক সময় হলো যখন জেলেনস্কি বলেছিলেন যে রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ ভারতের অবদানের উপর নির্ভর করছে। তার কয়েকদিন পরই ফোনে কথা বললেন দুই নেতা।
এদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছার জবাবে জেলেনস্কি এক্স-এ পোস্ট জানান, ‘ইউক্রেনের স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি ও সংলাপের প্রতি ভারতের নিষ্ঠার আমরা প্রশংসা করি।’
জেলেনস্কির প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মোদির তিয়ানজিনে আলোচনা করার ঠিক একদিন আগে এই কথোপকথন হলো। যেখানে তারা সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে জড়ো হয়েছেন।
আরও পড়ুন:ড্রোন দিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ দুই সেতু উড়িয়ে দিলো ইউক্রেন (ভিডিও)
সূত্র: ইন্ডিয়া টুডে
]]>