রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অন্য একজন মস্কোর একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মস্কোতে রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের কাছে বিষয়টি ‘জোরালভাবে’ তুলে ধরেছে এবং রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ ভারতে দ্রুত আনার জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে ছাড়পত্র এবং ভারতে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। উভয়ই দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে এসেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

আরও পড়ুন:পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন ট্রাম্প


ভারতীয় পুলিশ মে মাসে চারজনকে গ্রেফতার করার পর সন্দেহভাজন মানব পাচারকারীদের একটি নেটওয়ার্কের খবর পাওয়া যায়, যারা তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেনের সএঙ্গ যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।


এদিকে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগে স্থগিতাদেশের দাবি জানিয়েছে নয়াদিল্লি এবং রাশিয়ায় কর্মসংস্থানের সময় ভারতীয়দের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বরে জানিয়েছিল, রাশিয়ান সেনাবাহিনী থেকে প্রায় ৪৫ জন ভারতীয় নাগরিককে ইতোমধ্যে অব্যাহতি দেয়া হয়েছে এবং আরও ৫০ জনকে মুক্তি দেয়ার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন:নিজেদের যুদ্ধবন্দিদের বিনিময়ে উত্তর কোরিয়ার সেনা ফেরত পাঠাতে রাজি ইউক্রেন

]]>
সম্পূর্ণ পড়ুন