রাশফোর্ডসহ ম্যান ইউনাইটেড ছাড়ছেন পাঁচ ফুটবলার

৩ সপ্তাহ আগে
২০২৫-২৬ মৌসুম সামনে রেখে সোমবার (৭ জুলাই) অনুশীলন শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডের এই অনুশীলনে থাকছেন না মার্কাস রাশফোর্ডসহ ৫জন খেলোয়াড়। বাকি চার খেলোয়াড় হচ্ছেন আলেহান্দ্রো গারনাচো, জেডন সানচো, অ্যান্টনি ও টাইরেল ম্যালাসিয়া। এই পাঁচ ফুটবলারই ক্লাবকে বিদায় জানিয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম এমন একটি উদ্যমী ও ঐক্যবদ্ধ দল গড়তে চান, যারা পুরোপুরি দলের হয়ে বড় শিরোপার জন্য লড়াইয়ে মনোযোগী। এ লক্ষ্যে নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে শুরু করেছে ক্লাবটি। ইতোমধ্যে উলভারহাম্পটন থেকে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার ম্যাথিউস কুনহাকে ৬.২৫ কোটি পাউন্ডে কিনেছে ইউনাইটেড। ৭ বছর ধরে রাশফোর্ডের নামে থাকা ১০ নম্বর জার্সিও দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ানকে। 

 

এদিকে রাশফোর্ডসহ যে ৫জন ফুটবলার ক্লাব ছাড়ছেন, তাদের সবারই পরবর্তী গন্তব্য এখন পর্যন্ত অনিশ্চিত। দর-কষাকষি করে দল চূড়ান্ত করতে সময় লাগবে বলে তাদের চলতি মাসের শেষ দিক পর্যন্ত ক্যারিংটনে আসতে হবে না বলেছে ইউনাইটেড। আর যদি তারা দলবদল করতে না পারেন, তাহলে পাঁচ জনকেই জুলাইয়ের শেষ দিকে আবার ইউনাইটেডে যোগ দিতে বলা হয়েছে। 

 

কিন্তু এর আগে তারা চাইলে ক্যারিংটনের অনুশীলন-সুবিধা ব্যবহার করতে পারবেন। তাদের জন্য কোচিং স্টাফও বরাদ্দ থাকবে, যাতে তারা মূল দল থেকে আলাদা থেকে তাদরে অনুশীলন করতে পারেন। সংবাদমাধ্যম দ্য টাইমম জানিয়েছে, এরই মধ্যে ক্লাব ছাড়তে যাওয়া খেলোয়াড়দের জার্সি নম্বর সরিয়ে নিয়েছে ইউনাইটেড। 

 

আরও পড়ুন: জোটার পরিবারকে লিভারপুল আরও দুই বছর বেতন দেবে

 

রুবেন আমোরিম ও তার কোচিং স্টাফ গত শুক্রবার (৪ জুলাই) থেকেই কাজ শুরু করেছেন। ২২ জুলাই প্রাক্‌–মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে ইউনাইটেড। সেখানে তিন ইংলিশ ক্লাব এভারটন, ওয়েস্টহাম ও বোর্নমাউথের বিপক্ষে খেলবে দলটি। 

 

ইউনাইটেড কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, ২৭ বছর বয়সী রাশফোর্ড ইউনাইটেডের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং ক্লাবের অন্যতম সফল একাডেমি গ্র্যাজুয়েট হিসেবে তিনি সব সময়ই সম্মান পাবেন। গত মৌসুমে রাশফোর্ডের সঙ্গে আমোরিমের দূরত্ব তৈরি হয়েছিল। ইংলিশ ফরোার্ডের মনোযোগ ও নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পর্তুগিজ কোচ।

 

এরপর ধারে অ্যাস্টন ভিলায় চলে যান রাশফোর্ড। সেখানে ১৭ ম্যাচে ৪ গোল আর ৬ গোলে সহায়তা করেছেন। তবে চলে যাওয়ার পর থেকে আমোরিমের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। 

 

ইউনাইটেডে র‍্যাশফোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি। তার জন্য ৪ কোটি পাউন্ড ট্রান্সফার চাইছে ইউনাইটেড। সেটা যদি সম্ভব না-ও হয়, আগামী মৌসুমে তাকে ধারে ছেড়ে দিলেও বেতন বাবদ ক্লাবের ১.৭০ কোটি পাউন্ড সাশ্রয় হবে। 

 

আরও পড়ুন: পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের

 

দ্য টাইমস বলছে, খুব কম ক্লাবই আছে, যারা র‍্যাশফোর্ডের সাপ্তাহিক ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন পরিশোধ করতে সক্ষম। তার প্রতিনিধিরা বার্সেলোনার সঙ্গে কথাবার্তা বলেছেন। রাশফোর্ড নিজেও বার্সায় খেলতে আগ্রহী, যেটা গত মাসে লামিনে ইয়ামালের সঙ্গে খেলতে চাওয়ার মাধ্যমেই প্রকাশ করেছেন। 

 

তবে স্প্যানিশ ক্লাবটির আর্থিক সংকট এখনো রয়ে গেছে। তবে চলতি দলবদলে বার্সেলোনা যাকে নিতে বেশি আগ্রহী ছিল, সেই নিকো উইলিয়ামস অ্যাথলেটিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। যে কারণে রাশফোর্ডের বার্সায় যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

 

এদিকে গারনাচোকে নিতে আগ্রহী ইতালির ক্লাব নাপোলি। তবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে থাকতে বেশি আগ্রহী। ২৫ বছর বয়সী উইঙ্গার সানচোকে এক মৌসুমের ধারের মেয়াদ শেষে চেলসি ২.৫ কোটি পাউন্ডে কিনে নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা স্থায়ী চুক্তিতে যেতে রাজি হয়নি। ফলে চেলসিকে ৫ কোটি পাউন্ড জরিমানাও দিতে হয়েছে ইউনাইটেডকে। 

 

এদিকে অ্যান্টনি গত মৌসুমে ধারে খেলেছেন রিয়াল বেতিসে, স্প্যানিশ ক্লাবটি তাকে স্থায়ীভাবে রাখতেও আগ্রহী। তবে বেতনের বিষয়ে এখনো বনিবনা হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন