বর্ণবাদী মন্তব্যের ঘটনাটি ঘটেছিল গত ২৫ সেপ্টেম্বর বার্সেলোনার রিয়াল ওভেইদোর মাঠে ৩-১ গোলে জেতার ম্যাচে। রাশফোর্ড তাতে একটি অ্যাসিস্ট করেন। লিগ কর্তৃপক্ষ ফুটেজ দেখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ওই সমর্থককে চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।
স্প্যানিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘লা লিগা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো সনাক্ত করে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। স্টেডিয়ামের অর্গানাইজেশনাল কন্ট্রোল ইউনিট (ইউসিও) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত অপরাধীকে সনাক্ত করা গেছে। এই প্রস্তাবের প্রক্রিয়াকরণ ফৌজদারি মামলায় নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে।’
আরও পড়ুন: ইতালির নাপোলিতে জাঁকজমকপূর্ণভাবে ম্যারাডোনার জন্মদিন উদযাপন
জরিমানার সুপারিশ করলেও শাস্তি কবে কার্যকর হবে, তা জানানো হয়নি।
রাশফোর্ড এর আগেও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। ২০২১ ইউরোতে টাইব্রেকার মিসের পর তিনিসহ সতীর্থ বুকায়ো সাকা ও জ্যাডন সাঞ্চোর দিকে বর্ণবাদী মন্তব্য ছুড়ে যায়। এক বর্ণবাদী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন, পুলিশ তাকে জেলে দেয়। পরের বছর ইংল্যান্ড আবার ইতালির কাছে হারলে রাশফোর্ড আবার বর্ণবাদী আচরণের শিকার হন।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·