রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত উদ্ধার থুই নু মং মারমা ওরফে কিমাচারা ভিক্ষু (২২) রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।
প্রাথমিকভাবে ঘটনার আলামত দেখে আত্মহত্যার বলে ধারণা করা হলেও কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, সকালে বৌদ্ধ বিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন। এসময় তাকে সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, মন্দিরগুলোতে টহল জোরদার
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। তিনি কোমরবন্ধি (কটিবন্ধনি) দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত ছিলেন।
ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছে। ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।