রামুতে পাহাড়ধসে যুবক নিহত

২ সপ্তাহ আগে
কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ধসে সিরাজুল হক ওরফে গুরু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

 

সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।

 

আরও পড়ুন: পরিবারের অমতে পালিয়ে বিয়ে, দুই মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা!

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, পাহাড়ের পাদদেশে কাজ করার সময় আকস্মিকভাবে মাটি ধসে পড়ে তার মৃত্যু হয়।

 

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকা। প্রশাসন ও জনপ্রতিনিধিরা সতর্ক করার পরও অনেকে নির্দেশনা না মানায় প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানান ইউএনও।

]]>
সম্পূর্ণ পড়ুন