রোববার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে রামুর রশিদনগর জেটির রাস্তার পাশের একটি নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে তারা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।
আরও পড়ুন: সমুদ্রসৈকত থেকে সংগ্রহ হবে ১০০ মেট্রিক টন প্লাস্টিক
নিহত সোহেল রামু উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার মোজাম্মেল হকের ছেলে।
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।