শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামগড় উপজেলার সোনাইপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা করা হয়।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাজতে নিয়ে যাওয়ার সময় যেসব কথা বললেন ব্যারিস্টার সুমন
তিনি বলেন, কাজী শাহজাহান রিপন একটি যৌতুক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। মামলাটি তার স্ত্রী দায়ের করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে রামগড় থানায় আরও তিনটি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (২৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, কাজী শাহজাহান রিপন রামগড় পৌরসভার দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেছেন।
]]>