রাম চরণের অনুষ্ঠানে এসে প্রাণ গেল ২ ভক্তের

৪ দিন আগে
দক্ষিণি অভিনেতা রাম চরণের নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’। মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। সেই উপলক্ষ্যেই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমে। প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ ভক্তের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি।


মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।


‘গেম চেঞ্জার’-এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু নিহতের পরিবারের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়।


সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, ‘এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি তাদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’


আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

 

আরও পড়ুন: হাসপাতালের পর বিশ্রামে কিয়ারা, কী হয়েছে অভিনেত্রীর!


এর আগে গত ৪ ডিসেম্বর আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর।

 

আরও পড়ুন: রোববার আদালতে হাজির হবেন আল্লু অর্জুন!

]]>
সম্পূর্ণ পড়ুন