রাবির হলে গাঁজা সেবন, ৬ শিক্ষার্থী আটক

২ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদে গাঁজা সেবনের সময় ছয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন: সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, যিনি সম্প্রতি অনুষ্ঠিত হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা গেছে।


অন্যদের মধ্যে রয়েছেন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগের একজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন।


আরও পড়ুন: রাবির রেজিস্ট্রার-আম্মারের বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল?


সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, ‘আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই হলে গাঁজা সেবনকারীদের ওপর নজর রাখছিলাম। মঙ্গলবার হল প্রশাসন থেকে মাদকের বিষয়ে বিজ্ঞপ্তি জারির পর আমরা নজরদারি বাড়াই। রাতের দিকে কয়েকজনকে ছাদে গাঁজা সেবন করতে দেখি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে আমরা তাদের ধরে প্রভোস্টকে খবর দিই।’


আরও পড়ুন: রাবিতে পোষ্য কোটার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল প্রশাসন


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন জানান, সোহরাওয়ার্দী হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় ধরে প্রক্টর অফিসে খবর দেয়া হয়। পরে আমরা সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে তাদের নেয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন