শুক্রবার (৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (চট্টগ্রাম) এর নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (রাঙ্গামাটি) নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা , ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব অ্যান্ড ব্রাদার্স কর্ণধার রাকিব আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের নতুন সূচি প্রকাশ
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম বলেন, ‘ঢাকা থেকে দূরবর্তী অনগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিকল্প নেই। রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়কে বিকশিত হতে হবে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
তিনি চলমান প্রকল্পের কাজ আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকলকে আবহাওয়া অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে আহবান জানান। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মানের রির্সাচ অ্যান্ড ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হবে। যেখানে দেশি-বিদেশি গবেষকরা রিসার্চ করতে আসবেন। স্থাপত্য শৈলির দিক থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে বাংলাদেশের অদ্বিতীয় স্থাপনা। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে স্থাপন করা হবে অত্যাধুনিক সোলার সিস্টেম।
মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।