রাবিতে রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও রাকসু নির্বাচন যথাসময়ে নিশ্চিতের দাবিতে এবং বানচালকারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় জোহা চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে প্যারিস রোডে শেষ হয়।

 

পরে সেখানে হয় সমাবেশ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফাহিম রেজা, মেহেদী সজীবসহ ছাত্র নেতারা বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

 

বক্তারা বলেন, পূর্ব নির্ধারিত তারিখ আগামী ১০ মে রুয়া'র কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।

 

ছাত্র নেতাদের অভিযোগ,একটি গোষ্ঠী এসব নির্বাচন বন্ধ করার চক্রান্ত করছে।

 

আরও পড়ুন: রাবিতে ছাত্রী হলে আসন বণ্টনে অনিয়মের অভিযোগ, রাতে উত্তেজনা

 

চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করে যথাসময়ে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন