এই কৃতি শিক্ষার্থীদের বাবা পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. হারুন-অর-রশিদ ওরফে হাবিবুর রহমান। জীবনের অধিকাংশ সময় তিনি উৎসর্গ করেছেন শিক্ষকতায়। আর তারই প্রতিফলন ঘটেছে সন্তানদের অর্জনে।
হারুনুর রশিদ মাস্টারের চার ছেলে-মেয়ের সবাই ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য সবাই ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
চার ভাই-বোনই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, বড় দুই ভাই এরইমধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
একই সমাবর্তনে তিন ভাই-বোন
এবারের সমাবর্তনে একসঙ্গে সনদ গ্রহণকারী তিন ভাইবোনের মধ্যে ড. মো. আমানুল্লাহ উর্দু ভাষা বিভাগে ২০০৯ সালে অনার্সে ভর্তি হন এবং ২০১৯ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ড. মো. ফিরোজুর রহমান পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তিনি ২০১৮ সালে পিএইচডি শেষ করেন। তাদের বোন মনিরা খাতুন ২০১৬ সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এবারের সমাবর্তনে সনদ গ্রহণ করেন।
আরও পড়ুন: রাবিতে ভর্তি পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা
চার ভাইবোনের মধ্যে সবার ছোট মো. হুজ্জাতুল্লাহ চিকিৎসা মনোবিজ্ঞানে পড়াশোনা করেছেন। তিনি এবারের সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন না করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
]]>
৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·