বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেস থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।
মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
আরও পড়ুন: রাজশাহীতে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি বলেন, পরিবার আসলে নিহতের মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·