রাফিনিয়া-ইয়ামালের নৈপুণ্যে জয়ে মৌসুম শুরু বার্সার

৪ সপ্তাহ আগে
প্রাক মৌসুম প্রীতি ম্যচেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে জানান দিয়েছিল বার্সেলোনা–গত মৌসুমের মতো এই মৌসুমেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিত প্রস্তুত লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত খেলাই উপহার দিলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সহজ জয়ে দারুণভাবে মৌসুম শুরু করলো কাতালান জায়ান্টরা।

শনিবার (১৬ আগস্ট) এস্তাদিও মায়োর্কা সন মইজে স্বাগতিক মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়া ও ফেরান তরেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের গোলে সহজ জয় পায় সফরকারীরা। এদিন দুজন খেলোয়াড় লাল কার্ড দেখায় ম্যাচের অনেকটা সময় ৯জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।


প্রতিপক্ষের মাঠে বেশিরভাগ সময় বল কাতালানদের পায়েই ছিল। ৭২ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নেয় বার্সেলোনা, যার ৮টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ৪টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে পারে মায়োর্কা।


ঢিমেলাতে শুরু হওয়া ম্যাচের সপ্তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। ডান প্রান্তে ডি-বক্সের বাইরে থেকে দারুণ ক্রস করেছিলেন ইয়ামাল, ছুটে গিয়ে জোরাল হেডে বল জালে পাঠান রাফিনিয়া।


আরও পড়ুন: হলান্ড ও দলে নতুন আসা দুই তারকার গোলে সিটির শুভসূচনা


২২ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তরেস। ইয়ামালের গতিময় শট হেড করে ফেরানোর পর মাটিতে শুয়ে পড়েন মায়োর্কার অধিনায়ক আন্তনিও রাইয়ো, কিন্তু রেফারি খেলা বন্ধের সংকেত দেননি। স্বাগতিক খেলোয়াড়রা বল ক্লিয়ারের চেষ্টাও করেনি। ডি-বক্সের বাইরে বল পাওয়া তরেস সুযোগ কাজে লাগান।


খেলোয়াড় পড়ে যাওয়ার পরও খেলা বন্ধ না করায় রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন মায়োর্কার কোচ। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়োর্কার স্প্যানিশ মিডফিল্ডার মানু মোর্লানেস।


 

গোল দিয়ে মৌসুম শুরু করলেন রাফিনিয়া। ছবি: এক্স


এর ছয় মিনিট পর মায়োর্কার বিপদ আরও বাড়ে। এবার সরাসরি লাল কার্ড দেখেন ভেদাত মুরিকি। বলের নিয়ন্ত্রণ নিতে পা অনেক ওপরে উঠিয়ে ফেলেছিলেন এই কসোভিয়ান ফরোয়ার্ড। তার বুট গিয়ে লাগে বার্সেলোনার গোলরক্ষকের মুখে। প্রথমে হলুদ কার্ড দিলেও রেফারি ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখান।


প্রথমার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখতে পারতেন বার্সার রাফিনিয়া। পেছন থেকে মাতেও মোরেয়কে বাজেভাবে ফাউল করেন তিনি। স্বাগতিকরা লাল কার্ড দেখানোর জন্য চাপ তৈরি করলেও রেফারি এই ব্রাজিলিয়ানকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন।


আরও পড়ুন: টটেনহ্যামকে জিতিয়ে কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিলেন রিচার্লিসন


দ্বিতীয়ার্ধে ৯জনের মায়োর্কা রক্ষণ সামলাতেই খাবি খেয়েছে। তবে কখনো গোলরক্ষকের বীরত্বে তো কখনো বার্সার খেলোয়াড়দের ব্যর্থতায় বেঁচে গেছে মায়োর্কা।


ম্যাচের যোগ করা সময়ে এসে গোলের দেখা পান এই মৌসুমে বার্সার ১০ নম্বর জার্সি পাওয়া ইয়ামাল। কাট করে ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফুটবলের এই নতুন তারকা।  

]]>
সম্পূর্ণ পড়ুন