রানার পর তাসকিনের হানা, ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারাল উইন্ডিজ

১ দিন আগে
তৃতীয় দিনে বাংলাদেশকে বল হাতে দারুণ শুরু এনে দিলেন পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। দুজনের গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

স্যাবিনা পার্কে সোমবার (২ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০২ রান। রানা ৩ আর তাসকিন ১ উইকেট নিয়েছেন।

 

৭০ রানে তৃতীয় দিন শুরু করেছিল উইন্ডিজ। হাতে ছিল ৯ উইকেট। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৩ আর কিচি কার্টি ১৯ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামেন। শুরু থেকেই দুজনে সাবধানী ব্যাটিং করে যান। তাদের জুটি ৫০ পেরিয়ে ৬০ রানে পৌঁছায়। তবে এ জুটিকে আর বড় হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় তুলে শুরু থেকেই ক্যারিবীয়দের অস্বস্তিতে রেখেছিলেন তিনি। শেষমেশ সফলও হলেন। তার বাউন্সার ব‍্যাকফুটে সামলাতে চেয়েছিলেন ব্র‍্যাথওয়েট। ঠিক মতো পারেননি। ব‍্যাটের শোল্ডারে লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি বদলি ফিল্ডার জাকির হাসান। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ। ১২৯ বলে ৩ চারে ৩৯ রানে থামেন ব্র্যাথওয়েট।

 

আরও পড়ুন: ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ

 

এরপর ক্রিজে নামা কাভেম হজকেও সেট হওয়ার সুযোগ দেননি রানা। তার অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা ছুঁয়ে যায়, দ্রুত গতিতে আসা বল ঝাঁপিয়ে গ্লাভসে নেন লিটন দাস। ক্রিকইনফোর বর্ণনা মতে, ক্যাচটা পাখি অথবা বিমানের মতো উড়ে ধরেছেন লিটন। ১২ বলে ৩ রানে থামে হজের ইনিংস। দলের সংগ্রহ যখন ১০০, তখন নতুন ব্যাটার অ্যালিক অ্যাথানেজের উইকেট হারায় স্বাগতিকরা। এবার শিকার করেন তাসকিন। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি অ্যাথানেজ। একটু নিচু হয়ে ব‍্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে মিডল স্টাম্পে। ৯ বলে তিনি করেন ২ রান।

 

আগের দিন ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নিয়েছিলেন রানা। ৪৭ বলে ১২ রান করে তরুণ পেসারের করা ডেলিভারি লিটনের হাতে ক্যাচ দেন মিকাইল লুইস।

 

এর আগে জেডন সিলসের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩৭ বল মোকাবিলায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। বাকিরা দ্যুতি ছড়াতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে ১৫.৫ ওভার বল করে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন সিলস। এছাড়া ৪৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে টাইগারদের ইনিংসে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামার জোসেফ।

 

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

]]>
সম্পূর্ণ পড়ুন