ফাইনালে রউফ ৩.৪ ওভারে ৫০ রান দেন। বিনিময়ে কোনো উইকেটও পাননি তিনি। ফাইনালে এমন বাজে পারফর্ম করায় এবং এতো রান দেয়ায় রউফকে 'রান মেশিন' বলে আখ্যায়িত করেছেন ওয়াসিম আকরাম।
সনি স্পোর্টসের বিশ্লেষণ পর্বে আকরাম বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, রউফ একটা রান মেশিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে তার রেকর্ড ভয়ানক। আমি একা কিছু বলছি না, পুরো দেশ এটা বলছে। ও তো লাল বলের ক্রিকেট খেলে না, তাই উন্নতির সম্ভাবনাও কম।'
আরও পড়ুন: ভারতের সদস্যপদ ‘স্থগিত’ করার দাবি পাকিস্তানের সাবেক অধিনায়কের
রউফকে টেস্টে দেখা যায় না। পাকিস্তানের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। টেস্টের প্রতি তার আগ্রহও নেই। লাল বলের প্রতি অনীহাকেই তার সীমিত ওভারের পারফরম্যান্সের পতনের মূল কারণ বলে মনে করেন আকরাম।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, 'যে টেস্টে খেলতে চায় না তাকে দলে নেয়ার দরকারই নেই। লাল বলের ফরম্যাটে খেলে না বলেই বলের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ওকে বলতে হবে, লাল বলের ফরম্যাটে না খেললে ক্রিকেট খেলার আর দরকার নেই।'
ভারতের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টিতে রউফ নিয়েছেন ৯ উইকেট, তবে ইকোনমি ৮.৬৬। ওয়ানডেতেও ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স গড়পড়তা।