মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি বলেন, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হবে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
ফল গণনায় দেরি হওয়ার কারণ হিসেবে এই শিক্ষক বলেন, ‘ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।’
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। তবে সঠিক সময় জানানো সম্ভব হচ্ছে না এখনই।
এরইমধ্যে সেখানে শিক্ষার্থীরা ভিড় করতে শুরু করেছেন। তবে কোনো ভোটকেন্দ্রেই ভোট গণনা শেষ হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরও পড়ুন: ডাকসুর ফলাফল ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর একের পর এক অভিযোগ-পাল্টা অভিযোগে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ফলাফল ঘোষণার আগেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেয়ায় ক্যাম্পাস এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
আরও পড়ুন: ঢাবির সব ক্লাস-পরীক্ষা বুধবার বন্ধ
অন্যদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে উৎসুক জনতাকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট গণনার কাজ চলমান রয়েছে।
]]>