রাতে ১৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

৪ দিন আগে
সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবে এর মধ্যে দেশের কয়েকটি জেলার জন্য স্বস্তির বার্তা রয়েছে। এ জেলাগুলোতে রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (১০ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

ফেসবুক পোস্টে এ জলবায়ু গবেষক লিখেন, আজ বিকেল ৫টার পর থেকে রাত ৩ টার মধ্যে সিলেট, ময়মনিসংহ ও খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

 

আরও পড়ুন: রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

 

তার মতে, নিম্নলিখিত জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:

 

সিলেট: সব জেলা (সম্ভব্য সময় রাত ৮টার পর থেকে ভোর ৫টা)। 

 

রংপুর বিভাগ: নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম (সম্ভব্য সময় সন্ধ্যা ৭টার পর থেকে রাত ১২টা)। তবে অল্প সম্ভাবনা।

 

ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ (সম্ভব্য সময় রাত ৮টার পর থেকে ভোর ৫টা)।

 

খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর (সম্ভব্য সময় সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১০টা)। তবে খুব অল্প সম্ভাবনা।  

 

রাজশাহী বিভাগ: রাজশাহী ও পাবনা জেলা (সম্ভব্য সময় সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১০টা)। খুব অল্প সম্ভাবনা।

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

]]>
সম্পূর্ণ পড়ুন