রাতে লেবু পানি খেলে কী ওজন কমে?

২ দিন আগে
রাতে ঘুমানোর আগে লেবু পানি খাওয়া অনেকের অভ্যাস। এটি উপকারী হলেও সবার জন্য নয়। তবে কারও কারও লেবু পানি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।

দেখে নিন লেবু পানির উপকারিতা-


১. হজমে সহায়তা করে – রাতে হালকা খাওয়ার পর লেবু পানি খেলে হজম ভালো হয়, গ্যাস ও অ্যাসিডিটি কিছুটা কমাতে পারে।

২. শরীর হাইড্রেট রাখে – ঘুমের আগে লেবু পানি শরীরকে আর্দ্র রাখে, ডিহাইড্রেশন প্রতিরোধ করে।

৩. ডিটক্সে সহায়তা করে – লেবুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করতে সাহায্য করে।

৪. ওজন নিয়ন্ত্রণে সহায়ক – হালকা গরম লেবু পানি মেটাবলিজম কিছুটা সক্রিয় রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

৫. ইমিউনিটি বাড়ায় – নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

 

আরও পড়ুন: প্রতিদিন একটি গাজর খেলে শরীরে কী ঘটবে জানেন?
 

সতর্কতা-

১. গ্যাস্ট্রিক বা আলসার থাকলে রাতে না খাওয়াই ভালো – লেবু টক, তাই খালি পেটে বা ঘুমানোর আগে খেলে অ্যাসিডিটি বাড়াতে পারে।

২. বারবার প্রস্রাবের সমস্যা – লেবু পানি হালকা ডাইইউরেটিক, রাতে খেলে ঘন ঘন বাথরুমে যেতে হতে পারে।

৩. দাঁতের এনামেল ক্ষতি – নিয়মিত রাতে খেলে দাঁতে অ্যাসিডিক প্রভাব পড়তে পারে, তাই খাওয়ার পর মুখ কুলকুচি করা উচিত।

 

আরও পড়ুন: নিয়মিত কালোজিরা খেলে ১০ রোগ গায়েব

]]>
সম্পূর্ণ পড়ুন