রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

২০ ঘন্টা আগে
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্যে থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সালমান লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

 

আরও পড়ুন: নড়াইলে চাচাতো ভাইদের হামলায় বৃদ্ধ নিহত

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সালমান ও তার কয়েকজন বন্ধু রামকান্তপুর এলাকায় মধুমতী নদীর পাড়ে পিকনিক করেন। রাত ১১টার দিকে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিছু সময় পর কাউকে কিছু না বলে আবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান।

 

শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

 

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন