রাতে টক ফল খেলে কী ঘটে শরীরে?

১ দিন আগে
রাতে টক ফল (যেমন লেবু, কমলা, আনারস, কিউই, টক আপেল ইত্যাদি) খেলে শরীরে কিছু ভালো–খারাপ দু’ধরনের প্রভাব হতে পারে। অনেকটাই নির্ভর করে আপনার হজমশক্তি, অ্যাসিডিটির সমস্যা আছে কিনা, এবং কতটা পরিমাণে খাচ্ছেন তার ওপর।

দেখে নিন রাতে টক ফল খেলে সম্ভাব্য উপকার-


১. ভিটামিন সি বাড়ায়: টক ফলে ভিটামিন সি বেশি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে।


২. অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ: কমলা-কিউইয়ের মতো ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যাল কমায়।


৩. হাইড্রেশন বজায় রাখে: অনেক টক ফলেই পানি বেশি থাকে—হজমে সহায়তা করে।

 

আরও পড়ুন: সকালে নাশতার পর লেবু পানি খাওয়ার উপকারিতা


রাতে টক ফল খেলে সম্ভাব্য ক্ষতি-


টক ফল রাতে খেতে “ক্ষতিকর” নয়, তবে কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে—

 

১. গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বাড়তে পারে: সিট্রিক অ্যাসিডের কারণে অনেকেরই রাতে এসিড রিফ্লাক্স, বুকজ্বালা, অম্বল অনুভূত হতে পারে—বিশেষ করে খালি পেটে খেলে।


২. ঘুমের ব্যাঘাত: যাদের অ্যাসিডিটি বেশি, তাদের রাতের টক ফল খাওয়া পেটভার বা জ্বালা তৈরি করে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

 

আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত কমায় যেসব পানীয়


৩. দাঁতের এনামেল ক্ষয়: তীব্র অ্যাসিড দাঁতের ওপর ক্ষতি করতে পারে—যদি ঘন ঘন বা ব্রাশ না করে সরাসরি ঘুমানো হয়।


৪. ডায়াবেটিস রোগীদের সতর্কতা: ফলের প্রাকৃতিক সুগার রাতে খেলে রক্তে গ্লুকোজ বাড়তে পারে—যদিও প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন।

]]>
সম্পূর্ণ পড়ুন