শুক্রবার (৯ মে) ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান ভারত ও পাকিস্তানশাসিত কাশ্মীরের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর “বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে’।
ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, ড্রোন হামলাগুলো কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।’ যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানায়নি তারা।
আরও পড়ুন: রয়টার্সের প্রতিবেদন / চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান
পাকিস্তান সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে কোনো আক্রমণ চালানোর কথা অস্বীকার করেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমানঘাঁটিও।
আরও পড়ুন: ভারত-পাকিস্তানের মধ্যে তথ্যযুদ্ধও চলছে
পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে, জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না।
তিনি জানান, পাকিস্তান আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না। সেইসঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।