রাতে ইন্টারের মুখোমুখি হচ্ছে ফ্লুমিনেন্স, সকালে সিটির বিপক্ষে খেলবে আল হিলাল

১ দিন আগে
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৩০ জুন) রাত ১ টায়। নক আউট পর্বের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি লড়বে আল হিলালের বিপক্ষে। ম্যাচ শুরু মঙ্গলবার (১ জুন) সকাল ৭ টায়।

ইউরোপীয় কৌশল নাকি লাতিনের ফুটবল শৈলী। ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে এমন একটা লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব। 

 

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে ব্যাংক অব আমেরিকায় ইন্টার মিলানের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স। সামর্থ্য বিবেচনায় ম্যাচে এগিয়ে নেরাজ্জুরিরা। যদিও ফ্লুমিনেন্সও কম নয়।

 

ক্লাব বিশ্বকাপের শুরুটা সুখকর না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলান। লাউতারো, এসপোসিতরাও আছেন দারুণ ছন্দে। দলের জন্য সুখবর এ ম্যাচে ফিরছেন স্ট্রাইকার মার্কাস থুরাম। 

 

আরও পড়ুন: দলের বাকিদের সমালোচনা করলেও মেসিকে দায় দিতে নারাজ ইব্রাহিমোভিচ

 

অন্যদিকে, সবশেষ আট ম্যাচে অপরাজিত ফ্লুমিনেন্স, অভিজ্ঞ থিয়াগো সিলভার নেতৃত্বে রক্ষণভাগও তাদের অনেক শক্তিশালী। আক্রমণভাগও বেশ ভালো। এখন দেখার অপেক্ষা শেষ হাসি হাসে কারা। 

 

এর কয়েক ঘণ্টা বাদে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল। ফলাফল বিবেচনায় ক্লাব বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল সিটিজেনরা। গ্রুপ পর্বের ৩ ম্যাচে করেছে মোট ১৩ গোল। হলান্ড, ফিল ফোডেন, গুন্দোয়ান সবাই আছেন দারুণ ফর্মে। 

 

তবে, আল হিলালের বিপক্ষে অতীত রেকর্ড সুখকর নয় সিটির। এর আগে ২০১২ সালে একমাত্র দেখায় ১-০ গোলে হেরেছিলো সিটিজেনরা। যদিও অতীত ইতিহাস নয়, গার্দিওলার দুশ্চিন্তা ম্যাচের দিনের আবহাওয়া। 

 

আরও পড়ুন: আর্জেন্টাইন ডিফেন্ডার মনে করেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি

 

‘খেলা চালানোর জন্য এটা আদর্শ পরিস্থিতি নয়। তবে, যেহেতু স্থগিত হয়নি আমাদের সেভাবেই প্রস্তুত থাকতে হবে। সেরা খেলাটা খেলবো। আর ক্লাব বিশ্বকাপ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমিও মনে করি মৌসুম শেষে যে সময়টা থাকে সেটা ফুটবলারদের বিশ্রামের জন্য। আমি নতুন মৌসুমে ইনজুরির ভয় পাচ্ছি। তবে যেহেতু এখানে এসেছি, ভালো কিছুই করবো।’ 

 

সৌদি লিগ চ্যাম্পিয়ন আল হিলাল ক্লাব বিশ্বকাপেও আছে ভালো ছন্দে। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে তারা। তবে সবচেয়ে বড় বিষয় তাদের ডাগ আউটে আছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড সিমোনে ইনজাগি। দায়িত্ব নিয়ে দলের রক্ষণভাগ শক্তিশালী করেছেন তিনি। তাদের জালে গোল দেয়া সহজ হবে না ম্যানচেস্টার সিটির।

]]>
সম্পূর্ণ পড়ুন