রাজস্থানের কোচের পদে ফিরছেন কুমার সাঙ্গাকারা

১ সপ্তাহে আগে
রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে রেখে যাওয়া রাহুল দ্রাবিড়ের শূন্যস্থান পূরণ করছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। সাঙ্গাকারা বর্তমানে ক্লাবটির ক্রিকেট অব ডিরেক্টরের পদে রয়েছেন। দ্রাবিড় নিয়োগ পাওয়ার আগে তিনিই ছিলেন প্রধান কোচ।

ক্রিকইনফো জানাচ্ছে, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া না হলেও সাঙ্গাকারা ২০২৬ সালের আইপিএলকে সামনে রেখে কিছু কিছু কাজ শুরু করে দিয়েছেন। তার অধীনে স্যাঞ্জু স্যামসনের দল দুবার প্লেঅফে খেলে, ২০২২ সালে উঠেছিল ফাইনালে। যেখানে গুজরাট টাইটান্সের কাছে হেরে যায়।


আইপিএলের গত দুই মৌসুম ধরে ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে থাকা রাজস্থান কাঠামোগত পরিবর্তনে উদ্যোগী হয়েছে তারা। সেটার অংশ হিসেবে নতুন কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। দ্রাবিড়কে অফার করা হয় আরও বড় দায়িত্ব। কিন্তু ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ গত ৩০ আগস্ট রাজস্থানকে একেবারে বিদায় বলে দেন।


আরও পড়ুন: লখনৌর দায়িত্ব ছাড়লেন জহির খান


দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার বিষয়টি জানিয়ে রাজস্থান তখন এক বিবৃতিতে জানায়, ‘২০২৬ আইপিএলকে সামনে রেখে দ্রাবিড় প্রধান কোচ হিসেবে বিদায় নিচ্ছেন...। কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে তাকে আরও বড় দায়িত্ব অফার করা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। ফ্র্যাঞ্চাইজিতে তার সার্ভিসের জন্য রাজস্থান, এর খেলোয়াড়রা, বিশ্বব্যাপী লাখ লাখ সমর্থক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।’


রাজস্থানের কোচ হিসেবে দ্রাবিড়ের অধ্যায় শেষ হয় এক বছর পূর্ণ হওয়ার আগেই। তিনি ২০১২ এবং ২০১৩ সালের আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন। আইপিএল ক্যারিয়ারের ১৮৮২ রানের মধ্যে ১৩২৪ রানই রাজস্থানের জার্সিতে। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে তিনি পরের দুই মৌসুমে দলটির টিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে কাজ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন