রাজশাহীতে হচ্ছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড

৩ সপ্তাহ আগে
রাজশাহীতে অনুষ্ঠিতব্য লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


প্রেস ব্রিফিংয়ে বলা হয়, শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডে উত্তরবঙ্গের ১৬টি জেলার চার শতাধিক শিক্ষার্থী অংশ নিবেন।


দুটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিবেন। পরীক্ষা চলবে এক ঘণ্টা। পরীক্ষা শেষে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ২০ জন নির্বাচিত করা হবে যারা ১০ ফেব্রুয়ারি জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিবেন।


আরও পড়ুন: দাবা অলিম্পিয়াডে ভারতের ইতিহাস, শীর্ষ পঞ্চাশেও নেই বাংলাদেশ


মাতৃভাষাসহ প্রত্যেকটি ভাষার চর্চা ও অনুশীলন বাড়াতে এ আয়োজন হয়েছে বলে জানান আয়োজকরা।


কনফারেন্সে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম ও উপপরিচালক (প্রশাসন) আবদুল কাদেরসহ গণমাধ্যমকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন