বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড নয়।’
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় শিশু আদিবার মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘লিটন মাদক ব্যবসায়ী, চিহ্নিত চোর ও নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ঢাকায় পালিয়ে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরেছেন। নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·