মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে পাবনার ইশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রথম দফার শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল গত ৩১ ডিসেম্বর। এরপর টানা চার দিন ধরে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে গত শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন ৭.৫ ডিগ্রিতে
পরে রোববার তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠায় শৈত্যপ্রবাহ কিছুটা কমলেও গত সোমবার ও আজ মঙ্গলবার সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে নগর ও জেলার জনজীবন ব্যাহত হচ্ছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল মানুষ। তাদের অনেকেই শীত থেকে বাঁচতে খড়, কাঠ ও অন্যান্য জ্বালানি জ্বালিয়ে রাত কাটাচ্ছেন।
কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যান চলাচলও ধীরগতিতে হচ্ছে। বিশেষ করে ভোর ও সকালবেলায় আন্তঃজেলা ও স্থানীয় সড়কে চলাচলকারী যানবাহনকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।
এদিকে শীতজনিত রোগেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসার সংখ্যা বেড়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·