বুধবার (১ অক্টোবর) রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
বিজ্ঞপ্তিতে বলা হয় , গত ২৩ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব মণ্ডপ রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত। পূজার সময় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।
আরও পড়ুন: টাকা ছাড়া সেবা নেই রাজশাহীর ভূমি অফিসে, দালাল-কর্মকর্তা একাট্টা!
এ ছাড়া কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, সেক্টর কমান্ডার, রাজশাহী এবং লে. কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি, অধিনায়ক, ১ বিজিবি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান অব্যাহত থাকবে।
]]>