শনিবার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে রাত ৮টার দিকে শিশুটির জন্ম দেন সুমাইয়া নামে এক প্রসূতি। তবে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে শিশুটি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে একসঙ্গে ৫ শিশুর জন্ম, তিনজনের অবস্থা সংকটাপন্ন
প্রসূতি সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকা গোলাম আযমের স্ত্রী। গোলাম আযম মুদি দোকানদার বলে জানান পরিবারের সদস্যরা।
এ দিকে শিশুটি ও তার মা সুমাইয়া এখনো সুস্থ আছে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শংকর কুমার বিশ্বাস।