মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে সহকারী পরিচালক মো. সোহাগ মিলনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে বাঘা উপজেলার পাকুরিয়া এলাকায় অভিযান চালায়।
রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ১৫৬ কেজি ওজনের ওই দূর্লভ কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার মূর্তির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা।
আরও পড়ুন: রেললাইনে পাথরের সঙ্গে ইটের খোয়া, ‘ঘুমে’ কর্তৃপক্ষ
বিজিবি জানায়, উদ্ধার মূর্তিটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও প্রত্নবস্তু পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
]]>