বুধবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুদক বাড়তি টাকা নেয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়।
দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন, তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ থেকে কোনো কোনো সময় ৫০০ টাকা আদায় করে। এটা অন্যায়।
আরও পড়ুন: অধ্যক্ষের বিরুদ্ধে জাল সনদ ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান
অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতের স্বজনদের কাছ থেকে এক হাজার বাড়তি টাকা নেন। দুদক এবিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্সিং কর্মীর মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।