রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশকপূর্তি উদযাপন

৬ দিন আগে
জমকালো আয়োজনে চার দশক পূর্তি উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এরপর প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

 

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আলোচক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান, রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

 

আরও পড়ুন: আলটিমেটাম দিয়ে অবরোধ স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে। আশা করি, সামনের দিনগুলোতেও তারা পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

 

রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নানা চড়াই-উতরাই পার হয়ে ৪০ বছরে পদার্পণ করেছে। সামনের দিনগুলোতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।’

 

প্রসঙ্গত, ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ স্লোগানে ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে রাবি প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ারভিত্তিক কর্মশালা ও চিত্তবিনোদনমূলক আয়োজন করে আসছে।

]]>
সম্পূর্ণ পড়ুন