৩০ জন চিকিৎসকের বিপরীতে ৪ জন চিকিৎসক দিয়ে চলছে রোগীদের সেবা দেয়ার কাজ। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, পরিছন্নতাকর্মী ছাড়াও রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব।
রাজশাহীর চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বেশি সময় ধরে নষ্ট এক্সরে মেশিন। এছাড়া রোগী নিয়ে যাওয়া আসার সময় রাস্তায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় ৩০ বছরের পুরোনো অ্যাম্বুলেন্স। জেলার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট। নাটোর, পাবনা ও বগুড়ার অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। নেই সার্জারি, অর্থোপেডিক্স ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে বাধ্য হয়ে সদর ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
আরও পড়ুন: দুই বছরেও হয়নি রবি-অভিনাথ সেচ প্রকল্প, সংকট চরমে
বিষয়টি অবলীলায় স্বীকার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. তৌফিক রেজা বলেন, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জামের অভাব থাকলেও সাধ্য অনুযায়ী রোগীদের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছেন তারা।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান নওগাঁ জেলার সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।
রাজশাহী বিভাগের ৮ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ৬৫টি, আর শয্যা সংখ্যা প্রায় তিন হাজার। এখানে বছরে ১২ লাখের বেশি রোগী চিকিৎসা নেন।