মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার পশ্চিম উজানচর রিয়াজুদ্দিন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু মরিয়ম ওই এলাকার কৃষক এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটিকে উঠানে রেখে তার বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এসময় খেলতে খেলতে শিশুটি বাড়ির ভেতরে চলে যায়। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে মরিয়মকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২ টার দিকে টিউবওয়েলের পাশে রাখা একটি পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে শিশুটিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রতিটি অভিভাবকের শিশু সন্তানের প্রতি সবসময় নজর রাখা উচিত।’